ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। ফাইনালে জয়ী দল শিরোপার পাশাপাশি পাবে বড় অঙ্কের অর্থও। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা।
এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ হাজার টাকা।
এদিকে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪০ লাখ ৩৭ হাজার টাকা। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার।
প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও ৪০ লাখ টাকা অর্থ পাবে দলগুলো। আর প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৪ দল পাবে ৪০ হাজার ডলার করে। যা বাংলাদেশী টাকায় ৪০ লাখ টাকা।
সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ে আট দলের মধ্যে থাকায় বিশ্বকাপের সুপার ১২ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সে হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ন্যূনতম প্রায় ৭০ লাখ টাকা পাবেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আর সুপার ১২-তে বাংলাদেশ যে দুইটা ম্যাচ জিতেছে সেটার জন্য পাবে প্রায় ৪০ লাখ টাকা করে।
প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোও পাবে ৪০ লাখ টাকা করে। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি প্রায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা।
সোনালীনিউজ/এআর







































