• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আফ্রিদি চোট না পেলে ভিন্ন কিছু হতো: টেন্ডুলকার 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৪, ২০২২, ০২:৩০ পিএম
আফ্রিদি চোট না পেলে ভিন্ন কিছু হতো: টেন্ডুলকার 

ঢাকা: বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান কেন হারল-এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একেকজন একেক কারণ তুলে ধরছেন।

ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আক্ষেপ করেছেন ২০টি রান কম হওয়া আর শাহিন শাহ আফ্রিদির চোটে পড়া নিয়ে। আফ্রিদি ম্যাচের সময় চোটে না পড়লে পাকিস্তান ফাইনাল জিততে পারত কি না, বিষয়টি নিয়ে কথা বলেছেন কিংবদন্তি ক্রিকেটার টেন্ডুলকারও।

ম্যাচ শেষে ভারতের সাবেক ব্যাটসম্যান এক টুইটে বিজয়ীদের অভিনন্দন জানানোর সঙ্গে আফ্রিদির চোট নিয়েও লিখেছেন। টেন্ডুলকারের টুইটটি ছিল এ রকম-‘ইংল্যান্ড নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতায় তাদের অভিনন্দন। অসাধারণ এক অর্জন। লড়াকু এক ফাইনালই হয়েছে। আফ্রিদি যদি চোটে না পড়ত, তাহলে এটা আরও আকর্ষণীয় হতে পারত। উত্থানপতনের কী এক বিশ্বকাপ!’

মেলবোর্নের ফাইনালে কাল টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ১ ওভার হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। লো স্কোরিং এ ম্যাচে একটা সময় ইংল্যান্ডকে চেপে ধরেছিল পাকিস্তানের বোলাররা।

শেষের দিকে ইংল্যান্ডকে জিততে হলে করতে হত ৩০ বলে ৪১ রান! তবে ব্রুকের আউট যেমন পাকিস্তানকে সুবিধা এনে দেয়, তেমনি একটি অসুবিধায়ও ফেলে। ব্রুকের ক্যাচটি নিতে গিয়ে পায়ে চোট পান আফ্রিদি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে যান পাকিস্তানের ফাস্ট বোলার। তখনো তার ২টি ওভার বাকি ছিল।

আফ্রিদি পরে ফিরে এলেও করতে পেরেছেন মাত্র একটি বল। ১৬তম ওভারের প্রথম বলটি করার পর আবার তিনি খোঁড়াতে খোঁড়াতে চলে যান মাঠের বাইরে। সেই ওভারটি শেষ করতে আসেন অফ স্পিনার ইফতিখার আহমেদ। 

তার শেষ দুটি বলে একটি করে চার ও ছয় মেরে স্টোকস রান-বলের হিসাবের চাপটা দূর করেন। জয়ের হিসাবটা হয়ে যায় ২৪ বলে ২৮ রানের। এরপর আর ইংল্যান্ডকে বেঁধে রাখতে পারেনি পাকিস্তানের বোলাররা। ১৯তম ওভারের দ্বিতীয় বলে মঈনের উইকেটটি হারালেও শেষ বলে জয়ের আনন্দে ভাসে ইংলিশরা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!