• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপ ফুটবল বাছাই 

১৮৩ র‍্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশকে নিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার কোচ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০২৩, ০৫:৪৮ পিএম
১৮৩ র‍্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশকে নিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার কোচ

ঢাকা: সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ২৭, বাংলাদেশের ১৮৩। দুই দলের শক্তিমত্তার কোনো তুলনাই হয় না। অস্ট্রেলিয়া কতটা এগিয়ে সেটা সবাই জানে। একই সঙ্গে সবাই জানে এ ম্যাচে কতটা পিছিয়ে থেকে বাংলাদেশ খেলতে নামবে। 

অসম এ লড়াইয়ে প্রতিপক্ষ নিয়ে ভেবে লাভ কী! বরং অস্ট্রেলিয়া দলের সম্ভাবনা, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে তারা কীভাবে কোয়ালিফাই করতে পারবে, সেসব নিয়ে আলোচনা করাই ভালো।

তবে বাংলাদেশ নিয়ে একটা প্রশ্ন হলো। সেটি করলেন মেলবোর্নে যাওয়া এক বাংলাদেশের সাংবাদিকই। অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আরনল্ডকে দিতে হলো সেই প্রশ্নের উত্তর। কী ভাবছেন তিনি প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে। অস্ট্রেলিয়ার কোচ সেই প্রশ্নের জবাবটা দিলেন পুরো পেশাদারি কায়দাতেই। 

বাংলাদেশের খেলা তিনি দেখেছেন। অক্টোবরে যে দুটি ম্যাচ পেরিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে, আরনল্ড বললেন সেই ম্যাচ নিয়েই, ‘সপ্তাহ তিনেক আগে মালদ্বীপের বিপক্ষে খেলে বাংলাদেশ এ ম্যাচ খেলতে এসেছে। তারা সে ম্যাচে দারুণ খেলেছে। দারুণ লড়েছে।’

বৃহস্পতিবার ম্যাচের আগে অস্ট্রেলীয় দলকে বাংলাদেশ দল নিয়ে যা বলেছেন, কোচ সেটিও জানিয়েছেন, ‘আমি গতকাল আমার দলের খেলোয়াড়দের বলেছি বাংলাদেশ নিয়ে। তারা কেমন খেলে সে সম্পর্কে। খেলোয়াড়দের বলেছি, কার বিপক্ষে খেলছে তারা, সেটি বড় কথা নয়। নিজেদের খেলাটাই খেলে যেতে হবে। বাংলাদেশ দলের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে।’

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ বলে ম্যাচের গুরুত্ব নিয়েও কথা বলেছেন আরনল্ড, ‘এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচটি জিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যেতে চাই। আমাদের একটি দারুন দল আছে। আমরা আত্মবিশ্বাসী যে, লক্ষ্য অর্জন করতে পারবো। আমরা কঠোর পরিশ্রম করছি এবং মাঠে আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’

এআর

Wordbridge School
Link copied!