• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোনালদোকে সৌদি ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১১:৪৩ এএম
রোনালদোকে সৌদি ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞা

ঢাকা: দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিষেধাজ্ঞা দিল সৌদি ফুটবল ফেডারেশন।

সৌদি প্রো লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে তাকে। বুধবার সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই রায় দিয়েছে। 

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। যার অর্থ, আল নাসরের সামনের ম্যাচে খেলতে পারবেন না ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।   

সৌদি আরবে খেলতে যাওয়ার পর দর্শকদের আচরণে বিরক্ত হয়ে রোনালদো মেজাজ হারিয়েছেন একাধিকবার। তবে গত রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচে তার প্রতিক্রিয়া ক্ষুব্ধ করে অনেককেই। ম্যাচের সময় শাবাবের এক দল দর্শক ‘মেসি মেসি’ শব্দে আওয়াজ তুললে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো।

ওই সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া জানিয়েছে, ওই দিনের ঘটনা বিষয়ে রোনালদোর কাছে ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি। 

রোনালদো কমিটিকে জানান, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। যা করেছেন, তা ইউরোপীয় ফুটবলে সাধারণ ব্যাপার। আর সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতিই তার পূর্ণ শ্রদ্ধা আছে।

রয়টার্স জানিয়েছে, এথিকস কমিটি রোনালদোকে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করেছে।

জরিমানার মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ প্রস্তুতকরণ খরচবাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছে কমিটি।

এআর

Wordbridge School
Link copied!