• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মান বাঁচাতে বাংলাদেশের সামনে বড় টার্গেট, শুরুতেই ধাক্কা


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৪, ০১:৪৮ পিএম
মান বাঁচাতে বাংলাদেশের সামনে বড় টার্গেট, শুরুতেই ধাক্কা

ঢাকা: বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে হোম সিরিজটা মোটেও ভালো হয়নি। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আরেকটি হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নিগার সুলতানা জ্যোতিরা। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় বেলা বারোটায় ম্যাচটি শুরু হয়। 

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নাদিয়া আক্তারের বোলিংয়ে দিশেহারা অজি নারী দল। নাদিয়া একাই নিয়েছেন তিন উইকেট। অজি অধিনায়ক অ্যালিসা হিলি ২৯ বলে ৪৫ রান করলেও বাকিরা তেমন সুবিধা করতে পারেনি। বেথ মুনি ১০, এলিস পের ৮, অ্যাশলে গার্ডনার ১৬, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়্যারহ্যাম ৪ রান করলেও তাহলিয়া ম্যাকগ্রা বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালান।  

২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে হ্যারিস ১১ বলের ১৯ রানের তাণ্তে ১৫৫ রানে ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার। জয়ের জন্য বাংলাদেশের ১৫৬ রান করতে হবে। রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগ্রেসরা।

২ ওভারে ৬ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরিফা খাতুন ও ফারিহা তৃষ্ণা। 

এআর

Wordbridge School
Link copied!