• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুরে উত্তপ্ত বাক্যবিনিময়

‘তামিম কোয়ায়েট, ইউ কোয়ায়েট’


নিউজ ডেস্ক এপ্রিল ২৬, ২০২৫, ০৭:২৮ পিএম
‘তামিম কোয়ায়েট, ইউ কোয়ায়েট’

ঢাকা: গতকাল মিরপুরে গরম এতটাই ছিল যে, বিসিবি চত্বরের রাস্তায় দেওয়া পিচ গলে জুতায় লেগে যাচ্ছিল। সেই উত্তাপ ভিন্নভাবে ছিল ক্রিকেটাঙ্গনেও। কয়েকটি বিষয় নিয়ে তেতে থাকা তামিম ইকবাল হাজির হয়েছিলেন বিসিবিতে। তার সঙ্গে ছিলেন ক্রিকেটাররাও। বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তারা এক বৈঠকে বসেছিলেন। 

সেখানে হাজির হয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। বৈঠক চলাকালীন তামিমের সঙ্গে বিসিবি সভাপতি ফারুকের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। 

ডিপিএলের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। এরপরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। দেশসেরা ওপেনার সুস্থ হওয়ার পরে প্রথম বার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এমন খবরে গণমাধ্যমকর্মীরা হুমড়ি খেয়ে পড়েছিলেন বিসিবিতে। সকাল থেকে রোদের উত্তাপ উপেক্ষা করে শুরু হয় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। তামিমের আমন্ত্রণে ছুটে এসেছিলেন বিসিবি কর্তারাও।

দুপুরের পরে শুরু হয় তাদের বৈঠক। দেয়ালের ওপাশে কী কথা হচ্ছে কিংবা কী কী চলছে, সেটি অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা কেবল কল্পনার চেষ্টা করেছেন। এর বেশি কোনো কিছু জানার সুযোগ ছিল না। সন্ধ্যা ৬টার সময়ে বৈঠক শেষ করে তামিম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তবে কোনো কথা না বলেই বিসিবি প্রাঙ্গণ ত্যাগ করেন ফারুক আহমেদ। 

এরপরে খোঁজ নিয়ে জানা যায়, বৈঠক চলাকালীন বিসিবি সভাপতির সঙ্গে তামিমের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। একপর্যায়ে তামিমকে শান্ত করতে ফারুক বলেন, 'তামিম কোয়ায়েট (শান্ত হও)।' তামিম উলটো বলেন, 'ইউ কোয়ায়েট (আপনি শান্ত থাকুন)।' নাম প্রকাশ না করার শর্তে বিসিবির সূত্র বলেন, 'সিদ্ধান্তে আসা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। এর বাইরে আর কিছুই না। খুবই ভালোভাবে বৈঠক শেষ হয়েছে।' 

এর আগে একাদশ বিপিএল চলাকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব মাহফুজুল আলমের কথা কাটাকাটির অভিযোগ উঠেছিল। পরে অবশ্য এটি নিয়ে কোনো পক্ষ থেকে কোনো কথা শোনা যায়নি। ঘটনার পর ঘটনায় সেটি চাপা পড়েছিল। গতকাল তামিমের সঙ্গে ফারুকের কথা কাটাকাটির পরে সেই বিষয়টি আবারও সামনে এসেছে।

সূত্র-ইত্তেফাক

আইএ

Wordbridge School
Link copied!