• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

তিনদিন বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ-নাহিদ


ক্রীড়া ডেস্ক মে ১৭, ২০২৫, ০১:৩৮ পিএম
তিনদিন বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ-নাহিদ

ঢাকা: বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। দলের সঙ্গে যোগ দিতে আমিরাতে ঢুকতে পারছিলেন না নাহিদ-রিশাদ। তিনদিন ধরে বিমানবন্দরে আটকে ছিলেন তারা।  

শুক্রবার রাতে তাদের দেশে ফেরার টিকিটও নিশ্চিত করা হয়। তবে ইউএই ক্রিকেট বোর্ড ও বাংলাদেশর উচ্চ পর্যায়ের চেষ্টায় অবশেষে শুক্রবার রাত ২টায় তারা বিমানবন্দর ত্যাগ করতে পারেন। 

এই তিনদিন রিশাদ ও নাহিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বিসিবির। তাদের সঙ্গে কি হয়েছে সেটাও জানতে পারছিল না বোর্ড। 

পাকিস্তান থেকে ফেরার সময় তাদের ভিসায় বা প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড এবং বিসিবি অনেকভাবেই চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশের উচ্চ পর্যায় থেকেও যোগাযোগ করা হয়েছে কিন্তু কোনোভাবেই ইমিগ্রেশন থেকে কিছু পরিস্কার বার্তা দেওয়া হচ্ছিল না। 

আমরা প্রথমে পরিস্কার হতে পারছিলাম না। তারে ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন। আমরা তো বিসিবি থেকে ভিসা করেছি ঠিকঠাক। আমরা ধারণা করছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে। তাদের এখন কোনো জটিলতা নেই। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা গতকাল রাতে ঠিক হয়েছে।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ মে দুই ধাপে বিভক্ত হয়ে ইউএইতে যায় বাংলাদেশ দল। সেদিন প্রথম ধাপে এই দুই ক্রিকেটার ঢাকা ছাড়েন। তবে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা। 

শনিবার এই বিষয়ে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘আমরা প্রথমে পরিস্কার হতে পারছিলাম না। তারে ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন। আমরা তো বিসিবি থেকে ভিসা করেছি ঠিকঠাক। 

আমরা ধারণা করছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে। তাদের এখন কোনো জটিলতা নেই। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা গতকাল রাতে ঠিক হয়েছে।’ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার সময়ে রিশাদ ও নাহিদের ট্রানজিট ভিসা ছিল বলে ধারণা করা হচ্ছে। 

এআর

Wordbridge School
Link copied!