• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানে গিয়ে তর সইছে না সাকিবের 


ক্রীড়া ডেস্ক মে ১৭, ২০২৫, ০৩:৫৩ পিএম
পাকিস্তানে গিয়ে তর সইছে না সাকিবের 

ঢাকা: বোলিং নিষেধাজ্ঞায় পড়ে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পরও মাঠে নামা হচ্ছিল না।

অবশেষে ডাক পান পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলার। বিসিবির অনুমতি নিয়ে আজ পাকিস্তানের ইসলামাবাদে পা রেখেছেন সাকিব।

গায়ে কালো জ্যাকেট, আর মাথায় কালো ক্যাপ, মুখ ভর্তি হাসি নিয়ে সবাইকে আশ্বস্ত করার ভাবনা থেকেই হয়তো থাম্বস আপে ইশারা করলেন অল গুড!

যে খেলায় মজে কাটিয়ে দিলেন এক জীবনের বড় একটা সময়, তাতে ফেরার খুশি যেন ততক্ষনে আলো হয়ে ঠিকরে বেরোতে শুরু করেছে সাকিবের চোখমুখ থেকে, পিএসএল খেলতে পাকিস্তানে পৌছে যাওয়া সাকিবের এমনি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে তার দল লাহোর কালান্দার্স।

অসময়ের দশ ফোড়ে আটকে পড়া লাল-সবুজের জার্সিতে দুনিয়া কাঁপানো নবাবের পিএসএল উপলক্ষে ক্রিকেটে ফেরা যে তার ডুবন্ত ক্যারিয়ারের নৌকার পালে খানিকটা হলেও বয়ে এনেছে আশার এক পশলা ঝড়ো বাতাস। 

দে মিন বিজনেস-  সাকিবসহ বাকিদের নিয়ে করা কালান্দার্সের সোশ্যাল মিডিয়া ওই পোস্টের এক লাইনে, এভাবেই যেন প্লেয়ারদের লক্ষ্যে অটুট থাকার সংকল্পটা বোঝাতে চাইলো ফ্রাঞ্চাইজিটি। রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় দলের দরজা থেকে সরে যাওয়াটা মিস্টার সেভেনটি ফাইভের নিয়ন্ত্রণে না থাকলেও, যে ব্যাপারটা কন্ট্রোলের রিমোট তার হাতে ছিল সেই ফিটনেস আর নিজের ক্রিকেটটাতে জং পড়তে না দেওয়ার ব্যাপারটায় যে সাকিব মিনস বিজনেস; তা এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা না রেখেও  ফিজিক্যালি হালকা পাতলা ঝরঝরে থাকাটায়, বোঝা গেলো স্পষ্ট।

এর আগেও সাকিব পিএসএল খেলেছেন পেশওয়ার জালমি আর করাচি কিংসে মত দলের হয়ে। এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে ১৩ ইনিংস ব্যাট করে রান করেছেন ১৮১, গড় প্রায় ১৭। অন্যদিকে বল হাতে ১২ ইনিংসে উইকেট তুলেছেন ৮ টি, ইকোনমি প্রায় সাড়ে ৭।

এআর

Wordbridge School
Link copied!