• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমি পদত্যাগ করব না: ফারুক আহমেদ 


ক্রীড়া ডেস্ক মে ২৯, ২০২৫, ০৪:৫২ পিএম
আমি পদত্যাগ করব না: ফারুক আহমেদ 

ঢাকা: সকাল থেকেই গুঞ্জন পদত্যাগ করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তাকে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করতে বলেছেন বলেও খবর বের হয়। 

ফারুক আহমেদ তখন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছিলেন। বৃহস্পতিবার জানা গেল, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক ফারুক আহমেদ। 

ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। বলেছেন, তারা আমার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান না। কিন্তু আমি পদত্যাগ করব না। কারণ আমি নির্বাচিত বোর্ড সভাপতি।’ 

জুলাই আন্দোলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বিসিবি পরিচালক হন তিনি। পরে বিসিবি সভাপতির দায়িত্ব পান। 

সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বললেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই। তাকে জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তা সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এতে করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট।

বিসিবির পরবর্তী সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার ও আইসিসির সঙ্গে কাজ করা আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয়। তিনি কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন। 

অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব নিয়ে নির্বাচন দিয়ে বিসিবিকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে চান। বিসিবির আগামী নির্বাচন অক্টোবরে। বুলবুল জানিয়েছেন, তার নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছে নেই।

এআর

Wordbridge School
Link copied!