• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে: তামিম ইকবাল  


ক্রীড়া ডেস্ক মে ৩০, ২০২৫, ০৪:৩৭ পিএম
বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে: তামিম ইকবাল  

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। 

এমন সময় পাকিস্তানে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বোর্ডে চলমান বিষয়গুলো নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। ক্রিকেটকে ঘিরে সবার আগ্রহ কমছে বলে মনে করেন তামিম।

তামিম বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। 

কে আসবে, কে যাবে, কে সভাপতি হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না। ঠিক আছে, এগুলো একটা অংশ…আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। আমার কাছে মনে হয় কে সভাপতি হবে, এগুলো আমার বলাতে, না বলাতে কোনো কিছু যায় আসে না। আমি একটাই অনুরোধ করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ, ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে।’

কে সভাপতি হবে, কাকে সভাপতি বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটে উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে যাব, এটা নিয়ে আমাদের কারও কোনো ভাবনা নাই।

এনএসসির পরিচালক হয়ে বোর্ডে এসেছিলেন ফারুক। তাকে পদত্যাগ করতে বলা হলেও ফারুক তা না করায় শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়। এখন এনএসসির মনোনয়নেই সভাপতি হওয়ার দৌড়ে আছেন আমিনুল। 

এসব ঘটনা বিদেশে বাংলাদেশ ক্রিকেটের খারাপ ভাবমূর্তি তৈরি করতে পারে কি না, এ নিয়ে জানতে চাওয়া হয় তামিমের কাছে। তার উত্তর, ‘দেখেন, আমার মনে হয় না যে দেশের বাইরে কে কী ভাবছে, দেশের ভেতরে কে কী ভাবছে, তা চিন্তা করা উচিত।’  

মাঠের ক্রিকেটেও ভালো করতে পারছে না বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানেও প্রথম ম্যাচে হেরেছে তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ধারাবাহিকতাও দেখাতে পারছে না। তামিম মনে করেন, শুধু মাঠে নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটই ভুগছে।

এসব থেকে বেরিয়ে আসতে পরামর্শও আছে তামিমের, ‘আপনার শুরুতে মেনে নিতে হবে আমরা ভুগছি। এরপর কীভাবে এখান থেকে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে ভাবেন। 

কে সভাপতি হবে, কাকে সভাপতি বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেটে উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে যাব, এটা নিয়ে আমাদের কারও কোনো ভাবনা নাই।’

এআর

Wordbridge School
Link copied!