• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাকিবের দলে ফেরার বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি


ক্রীড়া ডেস্ক মে ৩১, ২০২৫, ১০:২৩ এএম
সাকিবের দলে ফেরার বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হয়েই শুক্রবার (৩০ মে) সংবাদ সম্মেলনে আসেন নতুন এই বোর্ড সভাপতি। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়েও ওঠে প্রশ্ন। আর তার জবাবও দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করবো সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

সাকিবকে দলে ফেরানোর ক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় প্রতিবন্ধকতা হতে পারে কিনা, এমন প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’

এসআই

Wordbridge School
Link copied!