• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হারের জন্য যাদের দায়ী করলেন লিটন


ক্রীড়া ডেস্ক মে ৩১, ২০২৫, ১১:৫৬ এএম
হারের জন্য যাদের দায়ী করলেন লিটন

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ানোর পর পেসার শরিফুল ইসলামের চোট এবং ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করলেন তিনি।

টস হেরে বল করতে নেমে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র তিন বল করার পর কুঁচকির টানে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম। বাকি সময় তাই বাঁহাতি পেসারকে ছাড়া খেলতে হয় সফরকারীদের। এরপর পাকিস্তান দাঁড় করায় ২০১ রানের বড় সংগ্রহ।

লাহোরে ব্যাটিং সহায়ক পিচেও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০ ওভার না হতেই ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত তানজিম হাসান সাকিবের ৩১ বলে ১ চার আর ৫ ছক্কার ৫০ রানের ঝড়ে ১৪৪ পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ। এক ওভার বাকি থাকতে অলআউট হয় টাইগাররা।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, 'আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানতাম, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।'

শরিফুল না থাকলেও ডেথে মোটামুটি ভালো বোলিং করেছে বাংলাদেশ। শেষ ৬ ওভারে মোটে ৪৬ রান তুলতে পারে পাকিস্তান। 

লিটন বলেন, 'তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। এই উইকেটে ২০০ রান... আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।'

ব্যাটারদের ব্যর্থতাকে দায় দিয়ে লিটন বলেন, 'যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।'

এআর

Wordbridge School
Link copied!