ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ডাবল-হেডার ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে এবার ঘোষণা এসেছে ভিন্নধর্মী উপায়ে। বাহিয়া ব্লাঙ্কার সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অংশগ্রহণে নির্মিত একটি বিশেষ ভিডিওর মাধ্যমে।
আগামী ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ার পরই লিওনেল মেসির আর্জেন্টিনার মূল দলে ফেরা অনেকটা নিশ্চিত ছিল। আজ শনিবার ভোরে ঘোষিত দলেও মেসির ফেরা নিয়ে কোনো চমক নেই। ফিট থেকেই দলে জায়গা করে নিয়েছেন ‘এলএম টেন’।
তবে এর আগে ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চারজন। তারা নিকোলাস দমিনগেজ, আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্তিস কাস্তেয়ানোস ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। দমিনগেজ ও ম্যাক আলিস্টার চোটের কারণে বাদ পড়লেও বাকি দুজন ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন বলে জানা গেছে।
স্কালোনির এই দলে বড় চমক বেলগারনোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং ইন্ডিপেনদিয়েন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকোর জায়গা পাওয়া। তাদের সঙ্গে অবশ্য এনজো বারেনেচিয়াকেও রাখা যায়। বারেনেচিয়া এর আগে দলে ডাক পেলেও এখনো আছেন অভিষেকের অপেক্ষায়।
বয়স মাত্র ২৩ হলেও ডিফেন্সে ঢাল হয়ে দাঁড়াতে পারেন লা প্লাটায় জন্মগ্রহণ করা এই তরুণ। ২০২০ সালে লানুসের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবে খেলা হয়েছে তার। জাতীয় দলে ডাক পাওয়ার পর হয়তো ইউরোপিয়ান ক্লাবগুলোরও আগ্রহের কেন্দ্রে আসবেন এই লোমোনাকো।
মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া মাস্তান্তুয়োনোকে ভাবা হচ্ছে আগামী দিনের তারকা। বাঁ পায়ের এই ফরোয়ার্ডের খেলায় অনেকে নেইমারের ছায়াও দেখতে পেয়েছেন। ফ্রি-কিক ও ওয়ান অন ওয়ানেও ভয়ংকর হয়ে ওঠার সামর্থ্য আছে তার। এখন স্কালোনির অধীনে সুযোগ পেলে জ্বলে উঠতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ১ ড্র ও ৩ হারে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। পয়েন্ট তালিকার ২ নম্বরে থাকা ইকুয়েডরের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। অন্যদিকে একই অঞ্চলের অন্য দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৪ নম্বরে। ১৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২১।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার:
মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার:
লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
এআর







































