• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোহলির জন্য আইপিএল জিততে চায় বেঙ্গালুরু


ক্রীড়া ডেস্ক জুন ৩, ২০২৫, ০৪:০৭ পিএম
কোহলির জন্য আইপিএল জিততে চায় বেঙ্গালুরু

ঢাকা: আগের ১৭ মৌসুমে চেষ্টা করেও শিরোপার স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও বিরাট কোহলি। তবে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮তম আসরের ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতলেই বেঙ্গালুরুর হয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি উঁচিয়ে ধরবেন কোহলি।

পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিততে উন্মুখ হয়ে থাকার কথা জানিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। আর জেতার জন্য অনুপ্রেরণা হিসেবে সামনে রেখেছেন কোহলিকে। পাতিদার বলেছেন, কোহলির জন্য আজ তাঁরা শিরোপা জিততে চান।

বেঙ্গালুরু এবার আইপিএলের ফাইনালে উঠেছে ৯ বছর পর। এর আগে ২০১৬ সালে ফাইনালে উঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিল বেঙ্গালুরু। তার আগে ২০০৯ ও ২০১১ সালেও ফাইনালে হেরে যান কোহলিরা। তবে এবার কোহলির জন্যই ইতিহাস বদলাতে চান পতিদার। ফাইনালের আগে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তার (কোহলি) জন্য এটা জিততে চাই। বছরের পর বছর ধরে সে ভারত ও আরসিবির জন্য অনেক কিছু করেছে।’

ফাইনালে ওঠার পথে প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পাঞ্জাব। সেই ম্যাচে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাবকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল পতিদারের বেঙ্গালুরু।

ফাইনালে আবার একই প্রতিপক্ষকে সামনে পাওয়ায় বেঙ্গালুরুর খেলোয়াড়েরা মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। তবে টুর্নামেন্টের ফাইনালে আইয়ার ও পতিদারের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অধিনায়ক হিসেবে মুখোমুখি হয়েছিলেন তাঁরা দুজন। যেখানে আইয়ার ছিলেন মুম্বাইয়ের অধিনায়ক ও পতিদার মধ্যপ্রদেশের।

ফাইনালে পতিদারের মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জেতে আইয়ারের মুম্বাই। এবারের আইপিএল ফাইনাল তাই পতিদারের জন্য প্রতিশোধেরও। আরও একটি ফাইনালে আইয়ারের মুখোমুখি হওয়া নিয়ে পতিদার বলেছেন, ‘ফাইনালে তার সঙ্গে আবার দেখা হওয়াটা দারুণ ব্যাপার।’

এআর

Wordbridge School
Link copied!