ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে নিজেদের প্রথম শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।
হাইভোল্টেজ ফাইনাল দেখার অপেক্ষায় সমর্থকরা। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ-এ ম্যাচে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি।
আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্টেডিয়াম এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। সেটাও ৫১ শতাংশ।
ফাইনালের টস হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আন্তর্জাতিক সংস্থা আকুওয়েদারের মতে, আহমেদাবাদে আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় বৃষ্টির সম্ভাবনা ৫৭ শতাংশ। সন্ধ্যা ৬টায় সেটা কমে আসবে ৫১ শতাংশে।
টসের আগে সন্ধ্যা ৭টায় অবশ্য সেটা দাঁড়াবে ৫ শতাংশে। এরপর ৮টা থেকে ১১টা পর্যন্ত সেই সম্ভাবনা ২ শতাংশ। সুতরাং ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা বেশি। ম্যাচের সময় অবশ্য সেই সম্ভাবনা কম।
বৃষ্টির এই সম্ভাবনা দেখে এখন প্রশ্ন উঠছে, বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কারা? বিসিসিআইয়ের নিয়ম কি বলছে?
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের আগে বৃষ্টি নামলে, ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করা হবে অতিরিক্ত দুই ঘণ্টা। অর্থাৎ ম্যাচের শুরুতেই বৃষ্টি নামলে ম্যাচ শুরুর জন্য রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপরও বৃষ্টি না থামলে ম্যাচ গড়াবে রিজার্ড ডেতে।
আগামীকাল বুধবার ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে বিসিসিআই। সেখানেও যদি বৃষ্টি হানা দেয় সেক্ষেত্রেও অপেক্ষা করা হবে অতিরিক্ত দুই ঘণ্টা সময়। এরপর চেষ্টা করা হবে, প্রতি ইনিংসে অন্তত ৫ ওভার করে আয়োজন করা।
যদি বৃষ্টিতে রিজার্ভ ডেও ভেসে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে দুই ফাইনালিস্টের মধ্যে যারা লিগ পর্বে পয়েন্ট তালিকার ওপরে ছিল, তারা। নিয়ম অনুযায়ী, তখন শিরোপা উঠবে পাঞ্জাব কিংসের হাতে।
কারণ, লিগ পর্বে পয়েণ্ট টেবিলে বেঙ্গালুরুর চেয়ে এগিয়ে ছিল প্রীতি জিনতার দল। ১৪ ম্যাচ থেকে দুই দলের পয়েন্ট সমান ১৯ হলেও রানরেটে এগিয়ে ছিল পাঞ্জাব। বেঙ্গালুরুর রান রেট ছিল ০.৩০১ আর পাঞ্জাবের ০.৩৭২।
এআর







































