ঢাকা: আগের ১৭ মৌসুমে চেষ্টা করেও শিরোপার স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও বিরাট কোহলি। তবে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮তম আসরের ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতলেই বেঙ্গালুরুর হয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি উঁচিয়ে ধরবেন কোহলি।
এর আগে অবশ্য নিজেদের কাজটা কিছুটা এগিয়ে রেখেছে বেঙ্গালুরু। আগে বোলিং করা পাঞ্জাব দুইশর আগেই থামিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে। যদিও ১৯০ রানের পুঁজি নিয়েই শিরোপার স্বপ্ন দেখছে কোহলির দল।
মঙ্গলবার (৩ জুন) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন বেঙ্গালুরুর ওপেনার ফিল সল্ট। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই ইংলিশ ব্যাটার।
তিনে ব্যাট করতে এসে পিচে বেশিক্ষণ টিকতে পারেননি মায়াঙ্ক আগাওয়াল। ১৮ বলে ২৪ রান করে ফেরেন তিনি। তবে রজত পাতিদারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। ১৬ বলে ২৫ রান করে রজত আউট হলে কোহলিকে সঙ্গ দেন লাইম লিভিংস্টোন।
এদিন কিছুটা ধীর গতিতে ব্যাট চালাচ্ছিলেন কোহিল। শেষ করে সাজঘরে ফেরার পরিকল্পনা করলেও আজমতুল্লাহর বলে ক্যাচ আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। ৩৫ বলে ৪৩ রান করেন তিনি। ১৫ বলে ২৫ রান করে লেগ বিফোরের শিকার হন লিভিংস্টোন।
এতে ১৬৭ রানে ৫ উইকেট হারায় বেঙ্গালুরু। তবে সপ্তম উইকেটে পিচে এসে বলে বলে বাউন্ডারি মারতে থাকেন জিতেশ শর্মা। কিন্তু ১০ বলে ২৪ রান করে ১৮তম ওভারে বোল্ড আউট হন তিনি।
এরপর ৯ বলে ১৭ রানের ইনিংস খেলে ১৯তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন রোমারিও শেফার্ড। এক বল পরে বাউন্ডারি লাইনে কাটা পড়েন কুর্নাল পান্ডিয়া (৪)। ১ রান করে শেষ বলে ক্যাচ আউট হন ভুবনেশ্বর কুমার। এতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান করে বেঙ্গালুরু।
পাঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন কাইল জেমিসন ও আর্শদ্বীপ সিং। এ ছাড়াও বিজয়কুমার, জুভেন্দ্র চাহাল ও আজমতুল্লাহ একটি করে উইকেট নেন।
এআর







































