ঢাকা: ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল খেলবে ইকুয়েডরের বিপক্ষে আর আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির।
বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুন) ভোর ৫টায় এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচটি নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।
তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা টেলিভিশনে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন না। হতাশ হওয়ার কিছু নেই, সিবিএস স্পোর্টস অ্যাপ এবং প্যারামাউন্ট প্লাসের মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আনচেলত্তির ব্রাজিলের ম্যাচটি দেখা যাবে।
ব্রাজিল ম্যাচের পরপরই অন্য মাঠে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুন) সকাল ৭টায় ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-চিলি ম্যাচ।
এই ম্যাচটিও বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আর্জেন্টিনার ম্যাচটিও টেলিভিশনে দেখার সুযোগ নেই। ফ্যানকোড অ্যাপের মাধ্যমে এই ম্যাচটি উপভোগ করা যাবে।
এছাড়া, বাংলাদেশে বসে মোবাইলে বা অনলাইনে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ দেখা যেতে পারে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে। এর মধ্যে স্পোর্টিফাই, এইচডি স্ট্রিমজ অন্যতম।
বর্তমানে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। প্রতিটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে।
এআর