• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রিকেটারদের ঈদ আনন্দ ও শুভেচ্ছা বার্তা


ক্রীড়া ডেস্ক জুন ৭, ২০২৫, ০৭:৩১ পিএম
ক্রিকেটারদের ঈদ আনন্দ ও শুভেচ্ছা বার্তা

ঢাকা: আত্মত্যাগ, ভালোবাসা আর মিলনের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো জাতীয় দলের ক্রিকেটারদের এবারের ঈদও কেটেছে পরিবারের সান্নিধ্যে, অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ঈদের শুভেচ্ছা ও মুহূর্তগুলো।

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবারের ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। নিজের ফেসবুক পেজে ঈদের সকালে এক স্নিগ্ধ পারিবারিক ছবিতে ধরা দিয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, তাসকিনের বাবা, দুই মেয়ে ও এক ছেলে একসঙ্গে। পোস্টের ক্যাপশনে তাসকিন লেখেন, “আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে।”

অন্যদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদের বার্তায় লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদুল আজহা। এই দিনে আমাদের আত্মত্যাগের শক্তি ও ভালোবাসা আরও গভীর হোক। ঈদ মোবারক।” সঙ্গে একটি ঈদসুলভ ছবিও পোস্ট করেছেন তিনি।’

মুশফিকুর রহিমও নিজ সন্তানকে সঙ্গে নিয়ে ঈদের সকালে নামাজের পর তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক আত্মীয়র সেলফিতে রয়েছেন মুশফিক ও তার ছেলে। ক্যাপশনে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক সবাইকে।’

শরীফুল ইসলাম ঈদের সকালে নিজের একক দুটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক।’ আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন, সুস্থ থাকুন।’

এদিকে ঈদের পরেই বাংলাদেশ দলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে, ২৫ জুন থেকে। এরপর ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

ঈদের আনন্দ শেষে ফের ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা-কিন্তু আজকের দিনটি শুধুই পরিবারের, প্রার্থনার এবং ভালোবাসার। ঈদ মোবারক!

এআর

Wordbridge School
Link copied!