• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবালেঙ্কাকে কাঁদিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি কোকো গফ


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৫, ০১:৩২ এএম
সাবালেঙ্কাকে কাঁদিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি কোকো গফ

ঢাকা:  তুমুল লড়াই হলো ফাইনালে। রোলার-কোস্টার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন কোকো গফ। তাতে নতুন রানি পেয়েছে ফ্রেঞ্চ ওপেন। আরিয়ানা সাবালেঙ্কাকে ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন মার্কিন তরুণী। 

তিন সেট ও ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে শেষে ট্রফিটা জিতলেন দুই নম্বর খেলোয়াড় কোকো গফ। 

২১ বছর বয়সী মার্কিন তারকার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। গফ প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০২৩ সালে ইউএস ওপেনে। সেই ফাইনালেও গফের প্রতিপক্ষ ছিলেন বেলারুশ তারকা সাবালেঙ্কা। সেই ম্যাচটাও প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন গফ।

গফের আগে সর্বশেষ মার্কিন খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা উইলিয়ামস। ২০১৫ সালের সেই ফাইনালে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়ে তৃতীয়বার রোলাঁ গারো জয় করেছিলেন সেরেনা।

শনিবার ফাইনালে প্রথম সেটে দারুণ শুরু করেছিলেন সাবালেঙ্কা। এগিয়ে গিয়েছিলেন ৪-১ গেমে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেটটাকে টাইব্রেকারে নিয়ে যান গফ। তবে সেখানে আর পেরে ওঠেননি।

এরপর দ্বিতীয় সেটে গফের কাছে পাত্তাই পাননি সাবালেঙ্কা, হেরেছেন ৬-২ গেমে। শেষ সেটে বেশ কবারই ঘুরে দাঁড়ানো ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট  থাকলে হলো সাবালেঙ্কাকে। তাতে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জয়ের সুযোগ হারালেন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। আর রানারআপের পুরস্কার নিতে গিয়ে কেঁদেকেটে বুক ভাসিয়েছেন সাবালেঙ্কা।

এআর

Wordbridge School
Link copied!