• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথম টেস্ট দলের সদস্যদের স্মারক ব্লেজার পরিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা


ক্রীড়া ডেস্ক জুন ২৬, ২০২৫, ০৬:০৭ পিএম
প্রথম টেস্ট দলের সদস্যদের স্মারক ব্লেজার পরিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা

ঢাকা: টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে নাম লেখায় বাংলাদেশ। তাই বাংলাদেশের টেস্ট মর্যাদাপ্রাপ্তির রজতজয়ন্তী উপলক্ষে চলতি মাসের ২১ থেকে ২৮ জুন পর্যন্ত বিশেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। 

এরই ধারাবাহিকতায় মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম টেস্ট একাদশের সদস্যদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বিসিবি। 

বৃহস্পতিবার (২৬ জুন) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্লাজায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এদিন প্রথম টেস্ট দলের সদস্যদের হাতে স্মারক ব্লেজার পরিয়ে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি এবং বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। 

বাংলাদেশের প্রথম টেস্ট একাদশ: 
শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান, আল শাহরিয়ার, নাইমুর রহমান (অধিনায়ক), খালেদ মাসুম পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও রানজান দাস।

উল্লেখ্য, ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে এই একাদশ মাঠে নেমেই প্রথম ইনিংসে ৪০০ রান করে চমক দেখিয়েছিল টাইগাররা। 

এআর

Wordbridge School
Link copied!