ঢাকা: আম্পায়াররা খেলা শেষ ঘোষণার দুই ওভার আগে দিনেশ চান্দিমালের আউটটাই যা বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিতে পারে, নয়তো দ্বিতীয় দিনের পুরোটা শ্রীলঙ্কারই।
দিনের শুরুতে বাংলাদেশ দল হাতে থাকা দুই উইকেট নিয়ে ২৭ রান যোগ করে ২৪৭ রানে অলআউট হয়।
এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে নিশাঙ্কা ও উদারার উদ্বোধনী জুটি লাঞ্চ বিরতির আগেই তুলে নেন ৮৩ রান। বিরতির পর ৮৮ রানের মাথায় জুটি ভাঙেন তাইজুল ইসলাম, অস্বস্তিতে ফেলেন দিনেশ চান্ডিমালকেও।
তবে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। এমনকি তৃতীয় সেশন উইকেটশূন্য হিসেবেই শেষ হওয়ার পথে ছিল। এর মধ্যে নিশাঙ্কা তুলে নেন টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, ফিফটি করে তিন অঙ্কের দিকে ছুটতে থাকেন চান্ডিমালও।
তবে দ্রুত রান তোলার তাড়ায় চান্ডিমাল নাঈম হাসানকে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ দেন লিটন দাসের হাতে, নিজে আউট হন ৯৩ রানে, ভাঙে ১৯৪ রানের জুটি।
দিনের খেলা শেষে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে ৪৩ রানে এগিয়ে। হাতে আছে ৮ উইকেট।
এআর







































