• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এসি মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ


ক্রীড়া ডেস্ক জুন ২৬, ২০২৫, ০৭:৩৮ পিএম
এসি মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ

ঢাকা: এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তি করতে মৌখিকভাবে রাজি হয়েছেন তিনি।

ইতালির ক্রীড়া পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্তে বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আর ক্লাব এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে।

আমি তার সঙ্গে সরাসরি কথা বলেছি এবং এমন একজনকে দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে আগ্রহী। তার আগমন একটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের তার মতো একজন খেলোয়াড় ও নেতা প্রয়োজন।

লুকা আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিল তা ছিল; ‘আমরা কি চ্যাম্পিয়নশিপ জেতার জন্য গড়া দল হব?’ তিনি ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং শুরু থেকেই তারকা হতে চান।

চলতি ক্লাব বিশ্বকাপে রেয়াল মাদ্রিদের হয়ে খেলছেন লুকা মদ্রিচ। এই টুর্নামেন্ট শেষে ইউরোপের সফলতম ক্লাবটিকে বিদায় বলে দেবেন তিনি। রেয়ালের জার্সিতে ১৩ বছরের পথচলায় ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন এই ক্রোয়াট ফুটবলার।

সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, এরই মধ্যে ব্যক্তিগত শর্তে মদ্রিচ ও মিলান একমত হয়েছে। জুনের শুরুতে ক্লাব বিশ্বকাপ শুরুর আগে দুইপক্ষের মধ্যে একরকম সমঝোতাও হয়ে গেছে। যুক্তরাজ্যে চলমান টুর্নামেন্ট শেষ হলে দ্রুত সময়ের মধ্যে মিলানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করে ফেলবেন ৩৯ বছর বয়সী মদ্রিচ।

ইএসপিএনের খবর, মিলানের সঙ্গে শুরুতে এক বছরের চুক্তি করবেন মদ্রিচ। যেখানে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হবে। প্রতি মৌসুমের জন্য প্রায় ৩৫ লাখ ইউরো বেতন দেওয়া হবে তাকে। সঙ্গে থাকবে বোনাসও।

এআর

Wordbridge School
Link copied!