• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫ রানে নেই ৭ উইকেট, ম্যাচ থেকে ছিটকে গেল টাইগাররা


ক্রীড়া ডেস্ক: জুলাই ২, ২০২৫, ০৯:২৮ পিএম
৫ রানে নেই ৭ উইকেট, ম্যাচ থেকে ছিটকে গেল টাইগাররা

ঢাকা: শ্রীলংকাকে ২৪৪ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ৩০০ বলে ২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ উইকেটে ১০০ রান করে ভালো পজিশনেই ছিল সফরকারীরা। 

এরপর নাটকীয় ধসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র ৫ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট।

একের পর এক সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

১৬.২ ওভারে ১ উইকেটে ১০০ রান করা বাংলাদেশ, এরপর ২০.৫ ওভার তথা ২৫ বলের ব্যবধানে ৫ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় ৭ উইকেট।

এমন নাটকীয় ব্যাটিং ধসের কারণে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার ১০৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।

আইএ

Wordbridge School
Link copied!