• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জোটার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব


ক্রীড়া ডেস্ক জুলাই ৩, ২০২৫, ০৪:৫২ পিএম
জোটার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব

ঢাকা: লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা বৃহস্পতিবার উত্তর-পশ্চিম স্পেনের জামোরার কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। 

মাত্র ২৮ বছর বয়সে জোতার এই অকালপ্রয়াণে ফুটবল বিশ্ব ও তার বাইরের অগণিত মানুষ গভীর শোক প্রকাশ করছে।

লিভারপুল ফুটবল ক্লাব দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুর খবরে শোকাহত। ক্লাবটি নিশ্চিত করেছে যে, ২৮ বছর বয়সী জোতা স্পেনে সড়ক দুর্ঘটনায় তার ভাই আন্দ্রের সঙ্গে প্রাণ হারিয়েছেন। 

এই শোকাবহ মুহূর্তে লিভারপুল এফসি আর কোনো মন্তব্য করবে না এবং জোতা ও আন্দ্রের পরিবার, বন্ধু-বান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা রক্ষা করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছে-যাতে করে তারা এই অকল্পনীয় ক্ষতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। আমরা তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাব।

-লিভারপুল এফসি
দিয়োগো জোতা এবং আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগিজ ফুটবল সমাজ শোকস্তব্ধ। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলা এই অসাধারণ খেলোয়াড় শুধু মাঠেই নয়, ব্যক্তি হিসেবেও ছিলেন অনন্য। সতীর্থ ও প্রতিপক্ষ সকলেই তাকে সম্মান করত। 

তার মধ্যে ছিল এক অন সংক্রামক আনন্দময় স্পিরিট, আর নিজ সম্প্রদায়ে ছিলেন অনুপ্রেরণার প্রতীক... আমরা হারিয়েছি দুইজন চ্যাম্পিয়নকে। 

তাদের এই মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা প্রতিদিন তাদের স্মৃতিকে সম্মান জানাতে যা যা করা সম্ভব, তা করব।

-পর্তুগিজ ফুটবল ফেডারেশন
দিয়োগো জোতা এবং তার ভাইয়ের মৃত্যু একেবারেই অপ্রত্যাশিত ও মর্মান্তিক। দিয়োগো এমন একজন ক্রীড়াবিদ যিনি বারবার পর্তুগালের নাম উজ্জ্বল করেছেন। 

আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এটি ফুটবল এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনের জন্য এক শোকাবহ দিন।

-পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো
আমরা গভীরভাবে শোকাহত। দিয়োগো আমাদের সমর্থকদের প্রিয় ছিলেন, সতীর্থদের ভালোবাসা পেতেন এবং উলভারহ্যাম্পটনে থাকার সময় যারা তার সঙ্গে কাজ করেছেন, সবার কাছেই ছিলেন অত্যন্ত স্নেহের ও শ্রদ্ধার। 

তিনি যে স্মৃতিগুলো রেখে গেছেন, সেগুলো কখনও ভুলে যাওয়া যাবে না। আমাদের হৃদয় দিয়োগো ও তার ভাই আন্দ্রের পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে। তোমাকে ভীষণভাবে মিস করব, আর চিরদিন মনে রাখব।

-উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স
এফসি পোর্তো গভীর শোকে আচ্ছন্ন। আমরা স্তব্ধ ও বেদনাহত হয়ে দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আন্দ্রে আমাদের যুবদলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। শান্তিতে বিশ্রাম করুন।

এআর

Wordbridge School
Link copied!