• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
আমিনুল হক

সাকিবের এমপি হওয়া ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে


ক্রীড়া ডেস্ক জুলাই ৫, ২০২৫, ০৪:৫৫ পিএম
সাকিবের এমপি হওয়া ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে

ঢাকা: খেলোয়াড় হিসেবে নয়, সাকিব আল হাসানের সংসদ সদস্য হওয়া রাজনৈতিক মূল্যায়নের দাবি রাখে বলে জানিয়েছেন রাজনীতির ময়দানে সক্রিয় সৈনিক আমিনুল হক।

তিনি আরো বলেন, ‘স্বৈরাচারের দোসর এবং অবৈধ সংসদের একজন এমপি সাকিবের বিষয়ে সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। খেলোয়াড় থাকাকালীন অবৈধ সরকারের প্রলোভনে পড়ে তার এমপি হওয়ার বিষয়টি যদি ভুলে যান, তাহলে ওই যে রক্ত ঝরেছে এবং যাদের জীবন গেছে, তাদের সঙ্গে বেঈমানি করা হবে। ’

দেশের শীর্ষ গণমাধ্যমে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘অন অ্যান্ড অব দ্য ফিল্ড’-এ অংশ নিতে বুধবার রাতে হাজির হন আমিনুল হক। 

কথা ছিল বিকেল সাড়ে ৫টায় আসার, কিন্তু হাতিরঝিলের জনসভা ও যানজটের কারণে সময় গড়িয়ে রাত ১০টা পেরিয়ে যায়। মধ্যরাতে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, যা শেষ হয় রাত গভীর হলেও তার প্রাণশক্তি ছিল অবিচল।

‘ফুটবলের ফিটনেসটাই রাজনীতিতে কাজে দিচ্ছে। সারা দিন কথা বললেও ক্লান্ত হই না,’ হাসিমুখে বললেন এই সাবেক ফুটবলার।

রাজনীতিতে এলেও ফুটবল ভুলে যাননি আমিনুল। সাম্প্রতিক সময়ের প্রবাসী ফুটবলারদের নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, ‘প্রবাসীদের এনে আমরা সাময়িকভাবে উপকৃত হতে পারি। কিন্তু তৃণমূলে না গেলে সত্যিকারের উন্নতি হবে না। আগের মতো সোহরাওয়ার্দী কাপ বা মা-মণি গোল্ডকাপের মতো টুর্নামেন্ট চালু করতে হবে। ’

আলোচনার এক পর্যায়ে উঠে আসে ক্রিকেটারদের রাজনীতিতে অংশগ্রহণের প্রসঙ্গ। আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমানের গ্রেপ্তার, মাশরাফি বিন মর্তুজার জনসম্মুখ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং সাকিব আল হাসানের প্রবাসে অবস্থান-এসবই উঠে আসে আলোচনায়।

এআর

Wordbridge School
Link copied!