ঢাকা: তানজিমের রান বাড়ানোর চেষ্টা থামিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন তানজিম হাসান।
চার-ছক্কায় রানও আসছিল তবে এটিই যে ছিল শেষ উইকেট। হাসারাঙ্গার বলে মোস্তাফিজ এলবিডব্লু হতেই বাংলাদেশের ইনিংস থেমে যায় ৪৫.৫ ওভারে ২৪৮ রানে।
২ চার ও সমান ছক্কায় ২১ বলে ৩৩ রান করে আরেক প্রান্তে অপরাজিত থাকেন তানজিম।
বাংলাদেশের ইনিংসটা শুরু হয়েছিল চাপের মধ্যেই। ওপেনার তানজিদ হাসানের উইকেট হারানোর পর নাজমুল-পারভেজের ৬৩ রানের জুটিতে তা অনেকটা সামলে নেয় বাংলাদেশ।
কিন্তু নাজমুল আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পাওয়া পারভেজও ৬৭ রানে আউট হন।
পরের ব্যাটারদের মধ্যে শুধু তাওহীদ হৃদয়ই (৫১) যা একটু দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন। তবে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেওয়ার পরই ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফিরতে হয় তাকে।
ব্যাট হাতে এদিন হতাশ করেছেন অধিনায়ক মিরাজ। ৯ রানেই দায়সারা এক শট খেলে ক্যাচ দিয়েছেন সীমানাদড়ির সামনে।
লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন পেসার আসিথা ফার্নান্দো। ৩ উইকেট গেছে হাসারাঙ্গার ঝুলিতে।
এআর