• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিমুরের জালে ৮ গোল, বড় জয় পেলো মেয়েরা 


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৮, ২০২৫, ০৫:৩২ পিএম
তিমুরের জালে ৮ গোল, বড় জয় পেলো মেয়েরা 

ঢাকা : এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার লাওসে অনুষ্ঠিত ম্যাচে এই জয় তুলে নেয় মেয়েরা।

ম্যাচে বাংলাদেশের তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেছেন। অন্য পাঁচ গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তার।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক লাওসকে।

দুই জয়ে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে আছে।

সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে লাওসের বিপক্ষে। বাংলাদেশের শেষ ম্যাচ ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচের ফলই নির্ধারণ করবে 'এইচ' গ্রুপের ভাগ্য।

গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে এএফসি এশিয়ান কাপ ২০২৬ আসরের চূড়ান্ত পর্বে। রানার্সআপ ৮ দলের মধ্যে সেরা তিনটিও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট।

পিএস

Wordbridge School
Link copied!