• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাবর-রিজওয়ানকে ছাড়াই দল ঘোষণা পাকিস্তানের


ক্রীড়া ডেস্ক: আগস্ট ১৭, ২০২৫, ০২:১১ পিএম
বাবর-রিজওয়ানকে ছাড়াই দল ঘোষণা পাকিস্তানের

ঢাকা : আগামী সেপ্টেচম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। প্রথম দল হিসেবে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জায়গায় হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। এশিয়া কাপে পাকিস্তানের নেতৃত্ব দেবেন সালমান আগা। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপের দলে জায়গা ধরে রেখেছেন।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আট দলের মহাদেশীয় টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

পিএস

Wordbridge School
Link copied!