ঢাকা: সাফ চ্যাম্পিয়নশীপে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই অর্জনের জন্য সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কিন্তু প্রায় এক বছর হতে চললেও এই অর্থ পুরস্কার হাতে পায়নি সাবিনা-আফঈদারা। ফুটবলারদের হাতে এই অর্থ কবে দেওয়া হবে তারও কোনো খবর নেই।
অথচ এই ফুটবলাররা বাংলাদেশের নারী ফুটবলকে দক্ষিণ এশিয়ার গণ্ডি থেকে নিয়ে গেছেন এশিয়ার সর্বোচ্চ আসরে। মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশ নারী দল এখন বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন দেখে।
গত মাসে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
একই ইতিহাস গড়েছে অনূর্ধ্ব-২০ দলও। তারপরও অর্জিত পুরস্কারের অর্থ বুঝে না পাওয়া ফুটবলারদের জন্য হতাশারই বটে।
এআর







































