• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিছিয়ে গেল এশিয়া কাপের সময়


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩০, ২০২৫, ০৭:১৯ পিএম
পিছিয়ে গেল এশিয়া কাপের সময়

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই এবং আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। 

টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই সময় সূচিতে বড় পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 

এশিয়া কাপের এবারের আসরের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে। এবারের আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, এছাড়া জমকালো ফাইনালের মঞ্চ দুবাই।

আসন্ন আসরের সবগুলো ম্যাচ স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) হওয়ার কথা ছিল। তবে মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচগুলো। 

তবে একটি ম্যাচের সময় অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) গড়াবে।

এ নিয়ে এক বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করার জন্য দুবাই ও আবুধাবি যথেষ্ট প্রস্তুত এবং তারা খেলোয়াড়, দর্শক ও সম্প্রচারকদের জন্য একটি সাশ্রয়ী ও বিশ্বমানের অভিজ্ঞতা প্রদান করবে।’

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিচ্ছে, গেলবারের তুলনায় দুটি দল বেড়েছে। গ্রুপ 'এ'তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

এআর

Wordbridge School
Link copied!