• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রোনালদোর জোড়া গোলেও জয় পেল না পর্তুগাল


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০২৫, ১২:১৪ পিএম
রোনালদোর জোড়া গোলেও জয় পেল না পর্তুগাল

ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করেও জয়ের দেখা পেল না পর্তুগাল। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ ড্র হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে জোসে আলভালাদে স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুর মাত্র আট মিনিটেই দুর্দান্ত এক পাসে দোমিনিক সোবোসলাইয়ের তৈরি করা সুযোগে আতিলা সালাই গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন। কিন্তু বেশি সময় লাগেনি রোনালদোর জবাব দিতে। ২২ মিনিটেই নেলসন সেমেদোর নিখুঁত পাস থেকে জালের দেখা পান পর্তুগিজ অধিনায়ক।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও আলো ছড়ান সিআরসেভেন। প্রথমার্ধের যোগ করা (৪৫+৩) সময়ে নুনো মেন্ডেসের বাঁ দিক থেকে তোলা ক্রস ধরে প্রথম ছোঁয়াতেই গোলটি করেন রোনালদো। 

বিরতির পরেও ম্যাচের গতি একটুও কমেনি। জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেজের আক্রমণে বাড়তি গোলের খোঁজে ছিল পর্তুগাল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তারা। অন্যদিকে, হাঙ্গেরি ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে।

অবশেষে যোগ করা সময়ে (৯০+১ মিনিটে) সোবোসলাইয়ের দুর্দান্ত শটে সমতা ফেরায় হাঙ্গেরি। ২–২ স্কোরলাইনে শেষ হয় নাটকীয় লড়াই।

পিএস

Wordbridge School
Link copied!