• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ফিরল ভারত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২, ২০২৫, ০৬:২৪ পিএম
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ফিরল ভারত

ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে এসে অজিদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।

রোববার (২ নভেম্বর) বেলেরিভ ওভালে টসে হেরে আগে ব্যাট করে ১৮৬ রান করে স্বাগতিকরা। জবাব দিতে মাঠে নেমে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে লিড নেয় অজিরা। তবে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টিম ইন্ডিয়া।

ভারতের পক্ষে ২৩ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া তিলক বর্মা ২৬ এবং অভিষেক শর্মা ১৬ রান করেন। 

অস্ট্রেলিয়ার পক্ষে নাথান ইলস ৩৬ রানে তিন উইকেন নেন। এছাড়া মারকুইস ও জাভিয়া একটি করে উইকেন নেন।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে টিম ডেভিড ৩৮ বলে ৭৪ রান করেন। এছাড়া মারকুইজ ৩৯ বলে ৬৪ ও মিট শর্ট ১৫ বলে ২৬ রান করেন।

ভারতের পক্ষে আরশদীপ সিং ৩৫ রানে তিন উইকেট নেন। এছাড়া বরুণ চক্রবর্তী ৩৩ রানে দুই আর শিবম দুবে ৪৩ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।

পিএস

Wordbridge School
Link copied!