• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হকিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৭, ২০১৬, ০৭:৩৬ পিএম
হকিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঢাকা : এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার (২৭ নভেম্বর) হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল বাংলাদেশ।

২২ মিনিটে হাসান জুবায়ের নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে লাল সবুজ জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম। এরমাত্র ৬ মিনিটের ব্যবধানে শ্রীলঙ্কার জালে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি করেন কামরুজ্জামান রানা।

চ্যাম্পিয়ন হওয়ায় ২০১৭ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। এর আগে ২০০৮ ও ২০১২ সালে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে হংকং গিয়েছিল জিমি-আশরাফুলরা। স্বপ্ন পূরণ করেই ঘরে ফিরছে তারা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!