• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেপালকে ৯২ রানে উড়িয়ে জিতল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০১৬, ০৫:১৬ পিএম
নেপালকে ৯২ রানে উড়িয়ে জিতল বাংলাদেশ

ঢাকা : টি২০ এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ৯২ রানে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২৯ নভেম্বর) ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে লেগ স্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণিতে বিশাল জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান করেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার সুলতানা। এছাড়া সানজিদা ইসলাম ৩৫, শিলা শারমিন ১৯ ও রুমানা আহমেদের ব্যাট থেকে আসে ১৭ রান।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণিতে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। এদিন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম লড়াইও করতে পারেনি নেপালের মেয়েরা। নেপালের পক্ষে সিতা রানা মারগারের ১৫ রান ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার ফাহিমা খাতুন মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া নাহিদা আকতার ২ রানে নিয়েছেন ২ উইকেট। সুরাইয়া আমিন, রুমানা আহমেদ, জাহানারা আলম ও পান্না ঘোষ নিয়েছেন একটি করে উইকেট।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!