• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সব হারিয়ে জ্বলসে উঠলেন মাশরাফির ভিক্টোরিয়ান্স


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১, ২০১৬, ০২:২৩ পিএম
সব হারিয়ে জ্বলসে উঠলেন মাশরাফির ভিক্টোরিয়ান্স

গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়ে ফিরেছে। টানা দুই ম্যাচ জিতে বুধবার পয়েন্ট টেবিলের তলানি থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের বিপক্ষেই নিজেদের চতুর্থ ম্যাচে এসে হারের বৃত্ত ভেঙেছিল কুমিল্লা। এরপর আবার আগের ধারায় ফিরে গিয়ে মঙ্গলবার বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় পায় চ্যাম্পিয়নরা।

বরিশাল বুলসকে হারানোর পর আপসোসটা বেড়ে গেছে কুমিল্লার সমর্থকদের। সব দিকেই বলাবলি শুরু হয়ে যায়, ইস্ আরো আগেই যদি জয়টা পেতো! ভিক্টোরিয়ান্স ওই ম্যাচ জিতলো ঠিক চ্যাম্পিয়ন দলের মতোই। কিন্তু এরপরেও কাজে আসছে না যা। আরো আগেই যে দলটি ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। গতকাল রাজশাহী কিংসকে ১২৪ রানে আটকে দেয়ার পর সেই আক্ষেপ আরেকটু বেড়ে গেছে দলটির সমর্থকদের। বড্ড দেরিতে জয়ের দিকে ছুটছেন মাশরাফি বাহিনী। গতকাল রাজশাহীকে ৮ বল হাতে রেখে তারা ম্যাচ জিতে নিয়েছে ৮ উইকেটে। রাজশাহীকে হারাতেই কষ্টটা বেড়ে যাওয়াই স্বাভাবিক। শেষ দিকে মাশরাফি বাহিনী দেখাচ্ছেন চমক। বল হাতে নিজেই হাল ধরেন। আরেকজনের বোলিং ভেলকি রাজশাহীকে বিপদে ফেলে দেয়। আর তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাশরাফি ২ উইকেট আর সাইফ উদ্দিন ৩ উইকেট লাভ করেন।

রাজশাহীর পক্ষে সর্বোচ্চ রান এসেছে জেমস ফ্রাঙ্কলিংকের ব্যাট থেকে। তিনি ৩১ বল খেলে তিনি করেছেন ৪৪ রান। ২০ রান করেছেন ওপেনার মমিনুল হক, আর ১৭ রান করেছে নূরুল হাসান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরুতেই ইমরুল কায়েসকে হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে আহমেদ শেহজাদও স্যামুয়েলস জুটি দলকে প্রত্যাশিত জয়ের লক্ষ্যে পৌছে দেন। আট বল হাতে রেখে তারা ২ উইকেট তুলে নেয় ১২৫ রান। দলের পক্ষে আহমেদ শেহজাদ ৪৬ ও স্যামুয়েলস অপ্রতিরোধ্য ৫৬ রান করেন। 

এছাড়া খালিদ লতিফ ৭ রানে অপরাজিত থাকেন। রাজশাহীর পক্ষে মিরাজ ও ফরহাদ রেজা একটি করে উইকেট লাভ করেন। 

এবারের বিপিএলে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেনি। ৯ ম্যাচে মাত্র ৩টি জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। শেষের সব ম্যাচ জিতলেও প্লে-অফে জায়গা নিতে পারবে কি না সংশয় রয়েছে। তবে, জিতলে তাদের কাছাকাছি থাকা দলগুলোর প্লে-অফে যাওয়া কঠিন করে তুলতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে বিপিএলের প্রথম দিকে রাজশাহীকে দুর্বল মনে হলেও টুর্নামেন্টের শেষ দিকে এসে জ্বলে উঠেছে তারা। ১০ ম্যাচে ৫ জয়ে অর্জন করেছে ১০ পয়েন্ট। 

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী কিংস: ২০ ওভারে ১২৪/৭ (মুমিনুল ২০, নুরুল ১৭, সাব্বির ৮, প্যাটেল ৪, মিরাজ ৭, ফ্র্যাঙ্কলিন ৪৪*, স্যামি ০, রেজা ১৩, হাসান ৪*; মাশরাফি ২/২৪, শাহাদাত ০/৪১, নাবিল ১/১৪, রশিদ ১/১৪, সাইফুদ্দিন ৩/১২, নাজমুল ০/১১)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৮.৪ ওভারে ১২৫/২ (ইমরুল ৯, শেহজাদ ৪৬, স্যামুয়েলস ৫৫*, লতিফ ৭*; সামি ০/১৯, মিরাজ ১/২৭, নাজমুল ০/৩১, প্যাটেল ০/১৪, হাসান ০/৯, রেজা ১/১৪, ফ্র্যাঙ্কলিন ০/৭)

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!