• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২২, ২০১৭, ০৬:২২ পিএম
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব

ঢাকা: শ্রীলঙ্কা সফরে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা। তখনই পরবর্তী অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের এগিয়ে থাকার কথা জানিয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে সেটিই সত্যি হল। বিশ্বসেরা অলরাউন্ডারকে টাইগারদের টি-টোয়েন্টি দলপতি হিসেবে অনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (২২ এপ্রিল) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভা শেষে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। চলতি বছরের সংস্থাটির প্রথম এই সভায় ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফিসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

সাকিব আল হাসান এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক থাকাকালে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন ৪ ম্যাচে। ২০০৯ এবং ২০১০ সালে অনুষ্ঠিত চার ম্যাচের কোনোটিতেই তার নেতৃত্বে জয়ের দেখা পায়নি টাইগাররা। সাকিব টেস্ট-ওয়ানডের মতো টি-টোয়েন্টি ভার্সনেও নাম্বার ওয়ান অলরাউন্ডার। এ পর্যন্ত ৫৯ ম্যাচে তার রান ১২০৮, আর উইকেট সংগ্রহ ৭০।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!