• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে রাজশাহীর মাঠে খেলতে চান মুশফিক


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৪, ২০১৭, ০১:১৮ এএম
ভবিষ্যতে রাজশাহীর মাঠে খেলতে চান মুশফিক

ঢাকা: শুরুর আগে বিপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। গতবার তিনি খেলেছিলেন বরিশাল বুলসের হয়ে। এবার খেলবেন নিজ বিভাগ রাজশাহীর হয়ে। মুশফিক মনে করেন, বিপিএল আগের চেয়ে এগিয়ে যাচ্ছে। সেদিন খুব বেশি দুরে নেই যেদিন প্রত্যেকটি দল ঘরের মাঠে খেলবে। 

মুশফিক বলছেন, ‘আমাদের দেশের নানা বাস্তবতায় বিপিএল পুরো সুষ্ঠুভাবে আয়োজন করা কঠিন। তার পরও বেশ ভালোভাবে হচ্ছে। যেমন দেখুন, গতবার দুটি মাঠে খেলেছি। এবার তিনটি মাঠে খেলা হচ্ছে। এবার সিলেট হোম ভেন্যুতে খেলতে পারছে। অন্যরকম একটা ভালো লাগা ও রোমাঞ্চ কাজ করে। ভবিষ্যতে আমিও চাইব রাজশাহীর মাঠে খেলতে। সবাই যদি যার যার ঘরের মাঠে খেলতে পারে, তাহলে দর্শকদের জন্য, টুর্নামেন্টের জন্য দারুণ হয়। এখন কঠিন মনে হলেও একদিন নিশ্চয়ই হবে।’

গতবারের তুলনায় এবারের বিপিএলে অনেক কিছুই নতুন সংযোজন হয়েছে। সে কথা উল্লেখ করে মুশফিকের দাবী, ‘এবার মাঠের পাশে ইলেকট্রনিক বিজ্ঞাপনী বোর্ড আছে। আরো কিছু নতুন সংযোজন আছে। দিনে দিনে আশা করি আরও উন্নতি হবে। সবচেয়ে জরুরি যেটা দরকার, আমরা স্থানীয় ক্রিকেটাররা যদি ভালো খেলতে পারি, ভালো কিছু শিখতে পারি, তাহলে দেশের ক্রিকেটের জন্য খুব ভালো হবে। অনেক বড় বড় ক্রিকেটার আসে বিপিএলে। তদের সঙ্গে খেলে তরুণ ক্রিকেটারদের মতো আমরা সিনিয়ররাও অনেক শিখতে পারি। ভালো খেললে আত্মবিশ্বাস বাড়ে।’

এর আগে ক্রিকেটারদের দেনা-পাওনা নিয়ে বেশ ঝামেলা হয়েছে। মুশফিক এই জায়গাতে আরেকটু নজর দিতে বললেন, ‘পারিশ্রমিকের ব্যাপারটিতে আরেকটু পেশাদারিত্ব প্রয়োজন। আমরা ক্রিকেটাররা শুধু ক্রিকেট নিয়েই ভাবব। আমাদের যদি টাকা-পয়সা নিয়ে দুর্ভাবনায় থাকতে হয়, তাহলে কাজটা কঠিন। আগের চেয়ে অনেক ভালো হয়েছে অবশ্যই। তবে আরো পেশাদারিত্ব এলে ভালো হয়। শুধু বিপিএল নয়, ঘরোয়া সব টুর্নামেন্ট নিয়েই এটি আমার চাওয়া।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!