• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাফ শিরোপা স্বপ্নে বিভোর ছোটন কন্যারা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০৯:২২ পিএম
সাফ শিরোপা স্বপ্নে বিভোর ছোটন কন্যারা

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল সবুজের কিশোরি ফুটবলাররা। সর্বশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বেও নজর কাড়া নৈপুন্য প্রদর্শন করেছে সানজিদা-কৃঞ্চারা। সেই অত্ববিশ্বাসে বলীয়ান হয়েই ঘরের মাঠে প্রথমবারের মতো আয়োজিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায় কোচ গোলাম রব্বানী ছোটনে শিষ্যরা।

আগামী ১৭ ডিসেম্বর রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে আরও অংশ নিচ্ছে ভারত, নেপাল ও ভুটানের কিশোরী ফুটকলাররা। লিগ পদ্ধতিতে খেলা শেষে শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-১৫ বয়সের কিশোরী ফুটবলারদের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে ফেবারিট হিসাবেই মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ১৫ জনের। ১১ জন থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে অংশ নিয়েছিল। নতুন মুখ শামসুন্নাহার ও সাগরিকা।

দল ঘোষণার পর নিজেদের প্রত্যাশার কথা জানান বাংলাদেশের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মারিয়া মান্ডা। কোচ ছোটন বলেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের পর থেকে মেয়েরা খেলার মধ্যেই আছে। এএফসি চ্যাম্পিয়নশিপে (সাউথ অ্যান্ড সেন্ট্রাল) দুই বার চ্যাম্পিয়ন হয়েছি আমরা। আগের থেকে মেয়েরা এখন আরও ভালো ফুটবল খেলে। সুতরাং আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘আমরা তিন মাস ধরে অনুশীলন করছি। দেশের বাইরে আমরা ভালো খেলেছি। ঘরে খেলবো, কোন চাপ নেই। তাই দেশের মাটিতে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে চাই।

মান্ডা জানান,‘অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে ভারতকে আমরা হারিয়েছিলাম। তাই তাদের ভয় পাওয়ার কিছু নেই। ভুটানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলে পরের ম্যাচগুলো আরো সহজ হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছলন বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মো. আবু নাইম সোহাগ, দলের হেড অব ডেলিগেশন মো. আমিরুল ইসলাম বাবু, মহিলা ফুটবল কমিটির সদস্য ও দলের টিম ম্যানেজার নাসরিন আক্তার বেবী ও স্ট্রাটেজি এন্ড টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড়গণ এ সময় উপস্থিত ছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!