• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ দিয়ে মেসির মূল্যায়ন হবে না ম্যারাডোনার সাফ কথা


নিউজ ডেস্ক মার্চ ২৩, ২০১৮, ১১:৪৯ এএম
বিশ্বকাপ দিয়ে মেসির মূল্যায়ন হবে না ম্যারাডোনার সাফ কথা

ঢাকা: ফুটবল তাঁকে দুহাত ভরে দিয়েছে। এমন কোনও অর্জন নেই যেটি লিওনেল মেসির পায়ে লুটোপুটি খায়নি। দেয়নি শুধু একটা বিশ্বকাপ ট্রফি। যে অধরা ট্রফি পাওয়ার প্রস্তুতিতে শুক্রবার(২৩ মার্চ) থেকে নেমে পড়ছেন মেসিরা।

প্রস্তুতির প্রথম পর্বে আর্জেন্টিনা নামছে ইতালির বিরুদ্ধে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। আর্জেন্টিনা-ইতালি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১.৪৫ মিনিটে।

কয়েকদিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে মেসি বলে দিয়েছিলেন, বিশ্বকাপ জেতার এবারই হয়তো তাঁদের শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগানোর জন্য কি বাড়তি চাপে পড়তে পারেন আর্জেন্টিনার মহাতারকা? এ অবস্থায় মেসিকে চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেছেন, ‘মেসি, তুমি ফুটবলটা খেলে যাও। আর খেলাটা উপভোগ করো। মাথা থেকে অন্য চিন্তা দূরে সরিয়ে দাও।’

ম্যারাডোনা সাফ জানিয়ে দিয়েছেন, মেসি বিশ্বকাপ জিততে পারলেন কি না, তা দিয়ে তাঁর মূল্যায়ন হবে না, ‘আমি বলব, মেসির উচিত সমালোচকদের কথা পুরোপুরি ভুলে যাওয়া। মেসি বিশ্বকাপ জিতল কি জিতল না, কোপা ডেল রে জিতল কি জিতল না, এ সবে আর কিছু এসে যায় না। মেসিকে কিছু প্রমাণ করার জন্য ফুটবল খেলতে হবে না। ওকে শুধু মাঠে নেমে খেলাটা উপভোগ করতে হবে।’

সুইজারল্যান্ডে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ম্যারাডোনা। যেখানে ম্যারাডোনাকে প্রশ্ন করা হয়, তাঁর এবং মেসির মধ্যে চলে আসা তুলনা নিয়ে। যা নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘মেসি বাঁ পায়ের ফুটবলার। ও ফুটবল খেলতে পছন্দ করে। আমার বয়স এখন ৫৭। আর আমার অবস্থা দেখুন, এই মাত্র একটা ফুটবল ম্যাচ খেলে এলাম...মনে হচ্ছে যেন আর বেঁচে নেই!’

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড এবং নাইজিরিয়া। যাদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচে ইতালির চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে আর্জেন্টিনাকে। ইতালি এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এই ম্যাচে আর্জেন্টিনাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে অনেকের ধারণা।

কোচ হোর্হে সাম্পাওলি মনে করছেন, ইতালির বিরুদ্ধে খেলে তাঁর দলের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। বৃহস্পতিবার ম্যাচের আগে তিনি বলেন, ‘আমরা একটা লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বিশ্বকাপের আগে আমাদের দলকে তৈরি করে নেওয়া। ইতিহাদ স্টেডিয়ামে (ম্যাঞ্চেস্টার সিটির মাঠ) ইতালির মতো দলের বিরুদ্ধে খেলে সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাব বলেই মনে হয়।’

বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কতটা? ম্যারাডোনা বলেছেন, ‘আমি সাম্পাওলিকে চিনি না। জানি না, ও কী ভাবে দলকে খেলায়। তবে আর্জেন্টিনার এই দলে অনেক ফুটবলারকেই খুব ভালো করে চিনি। জানি, ট্রফি জেতার জন্য ওরা নিজেদের উজাড় করে দেবে। অবশ্যই বিশ্বকাপ জেতার একটা ভালো সুযোগ আছে আর্জেন্টিনার।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!