• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্পেনের বিশ্বকাপ দলে নেই পেদ্রো-মোরাতা


ক্রীড়া ডেস্ক মে ২১, ২০১৮, ০৮:১২ পিএম
স্পেনের বিশ্বকাপ দলে নেই পেদ্রো-মোরাতা

ফাইল ছবি

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে দারুন খেলা আলভারো মোরাতার জায়গা হয়নি স্পেনের বিশ্বকাপ দলে। ২৩ সদস্যের দলে ঠাঁই হয়নি ২০১০ স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্যে প্রেদ্রো রডরিগেজেরও।

দলে জর্ডি আলবার বিকল্প লেফটব্যাক হিসেবে চেলসির মার্কোস আলোনসোকে দেখছিল অনেকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আর্সেনালের নাচো মনরিয়েলকে ডেকেছেন কোচ লোপেতেগুই। চেলসিরই খেলোয়াড় পেদ্রো ডাক পাননি। ভরা মিডফিল্ডে সুযোগ হয়নি হুয়ান মাতারও।

এ ছাড়া স্পেন দলটিতে আর কোনও চমক নেই। ফরোয়ার্ড হিসেবে অভিজ্ঞ ডিয়েগো কস্তা ছাড়াও ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত রদ্রিগো।লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা ইয়াগো আসপাসও আছেন দলে।

স্পেনের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, পেপে রেইনা
ডিফেন্ডার: দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, সিজার আজপিলিকুয়েতা, জর্ডি আলবা, নাচো মনরিয়েল
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, সল নিগুয়েজ, থিয়াগো আলকানতারা, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, ডেভিড সিলভা, ইসকো
ফরোয়ার্ড: মার্কো এসেনসিও, লুকাস ভাসকেজ, ডিয়েগো কস্তা, রদ্রিগো মরেনো, ইয়াগো আসপাস।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!