• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুবাই স্টেডিয়ামের গ্যালারি পরিস্কার করে বাংলাদেশিদের দৃষ্টান্ত


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০১৮, ০৬:৩৮ পিএম
দুবাই স্টেডিয়ামের গ্যালারি পরিস্কার করে বাংলাদেশিদের দৃষ্টান্ত

ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপের সময় নজির সৃষ্টি করেছিল জাপানি দর্শকরা। জাপান-বেলজিয়াম ম্যাচে জাপান এগিয়ে ছিল ২-০ গোলে। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচটি বোধহয় জাপানই জিততে যাচ্ছে তখনই অবিশ্বাস্য কামব্যাক করল বেলজিয়াম। জাপানের ২ গোল শোধ করে আরও ২ গোল করে দলটি।  কান্নায় শেষ হয় জাপানের বিশ্বকাপ। তারপরও নিজেদের দায়িত্বের কথা ভোলেনি জাপানিরা। তারা গ্যালারি পরিস্কার করে দিয়ে গেছেন। এমনকি জাপানের ফুটবলাররাও ড্রেসিংরুম পরিপাটি করে সাজিয়ে রেখে যান। বিদায় বেলায় একটা চিরকুটে লিখে দেন, ‘ধন্যবাদ রাশিয়া।’

জাপানি সভ্যতাকে অনুসরণ করল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও। এশিয়া কাপের প্রথম ম্যাচে একই জিনিস করলেন বাংলাদেশের দর্শকেরা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের জয়টি তাঁরা উদ্‌যাপন করলেন গ্যালারি পরিস্কার করে। এটা ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ফেসুবক ও টুইটারে বাংলাদেশি দর্শকরা প্রশংসায় ভাসছেন।

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পুরোটাই ছিল বাংলাদেশিদের দখলে। আরব আমিরাতে অনেক বাংলাদেশির বসবাস। এর মধ্যে বোধহয় সবচেয়ে বেশি থাকেন দুবাইয়ে। সুদীর্ঘ ২৩ বছর পর সাকিব-মাশরাফিদের খেলা দারুনভাবেই উপভোগ করেছেন প্রবাসী দর্শকরা। মাঠে ক্রিকেটাররা গড়েছেন ইতিহাস। আর মাঠের বাইরে বাংলাদেশি দর্শকরা গ্যালারি সাফ করে ক্রিকেট দুনিয়ার প্রশংসায় ভাসছেন।

ম্যাচ শেষে মাশরাফি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সমর্থকদের। পুরস্কার বিতরণীতে উপস্থাপক রমিজ রাজার দৃষ্টি আকর্ষণ করে মাশরাফি বাংলায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি সমর্থকদের সঙ্গে বাংলায় কথা বলতে চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে মাঠে এসে আমাদের সমর্থন দিয়ে যাওয়ায়। আমি জানি, অনেক প্রবাসী ভাই আরব আমিরাতে থাকেন। এই জয় আপনাদের জন্য। আশা করি, সামনের ম্যাচগুলোতেও আপনারা এভাবে সমর্থন দেবেন।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!