• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘ধোনির বয়স ৮০ বছর হলেও তাকে দলে রাখতাম’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০১৮, ০৬:৫০ পিএম
‘ধোনির বয়স ৮০ বছর হলেও তাকে দলে রাখতাম’

ছবি: সংগৃহীত

ঢাকা: মহেন্দ্র সিং ধোনির সময়টা ইদানিং ভালো যাচ্ছে না। হাসছে না তার ব্যাট। বিশ্বস্ত গ্লাভসও আজ-কাল কথা শুনছে না, হাত ফসকে বেরিয়ে যাচ্ছে বল। তাই টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের উইকেট কিপিং নিয়েও উঠেছে প্রশ্ন। সুযোগ পেয়ে ইচ্ছে মতো তুলোধুনো করছেন সোমালোচকরা। এমন অবস্থায় ভারতের সর্বকালের সেরা অধিনায়কের পক্ষে দাঁড়ালেন এবি ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার জীবন্ত কিংবদন্তি বললেন, ‘এই মুহুর্তে ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির থাকা নিয়ে প্রশ্ন তোলাটা হাস্যকর। আর যারা প্রশ্ন তোলেন, তারা কমেডিয়ান। ভারতীয় দলে এখনো ধোনির বিকল্প নেই। দলটিতে তার বিকল্প তৈরি হয়নি। ইন্ডিয়ান ব্লুর অবিচ্ছেদ্য অংশ সে।’

এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘ধোনির বয়স ৮০ বছরও হয়, এমনকি সে যদি হুইলচেয়ারেও চলাফেরা করে, তবুও আমি অধিনায়ক হলে তাকে দলে রাখতাম। প্রতি বছর প্রতিদিন, সর্বক্ষণ আমার দলে থাকত ও।’

এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সাবেক প্রোটিয়া দলপতি বলেন, ‘ব্যাট হাতে না পারলেও কোনো সমস্যা নেই। চতুর উইকেটকিপিংয়ের বদৌলতেই মাহিকে দলে রাখতাম আমি। তাকে দিয়ে আরেকটি কাজ করিয়ে নিতাম। তরুণদের জন্য সবসময় একজন মেন্টর লাগে। ওকে সেই দায়িত্ব দিয়ে দিতাম।’

এদিকে বিশেষজ্ঞদের মত, আগামী বিশ্বকাপের দিকে তাকিয়ে ধোনির পাশাপাশি পন্থকেও তৈরি রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সৌরভ গাঙ্গুলিও মনে করেন, বিশ্বকাপে ভাল খেলবেন ধোনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সীমিত ওভারের সিরিজ ধোনির কাছে খুব গুরুত্বপূর্ণ, মনে করেন সৌরভ। এছাড়া, এই সিরিজেই দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে।

ধোনির পক্ষে সেচ্ছার ভারতীয় প্রধান নির্বাচক। এমএসকে প্রসাদ আশ্বস্ত করেছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন ধোনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!