• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মিনহাজুর ঘূর্ণিতে ইংল্যান্ডকে ১৯৮ রানে হারাল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০১৯, ০৬:৩৯ পিএম
মিনহাজুর ঘূর্ণিতে ইংল্যান্ডকে ১৯৮ রানে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের যুবাদের পাত্তাই দিচ্ছে না বাংলাদেশের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম যুব টেস্টে ইংলিশরা বাংলাদেশের কাছে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। মিনহাজুর রহমানের ঘূর্ণিতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৫২ রানেই গুটিয়ে যায়। জয়ের জন্য ৩৫ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় বাংলাদেশ।

চতুর্থ দিনে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সময় লাগে ১০ ওভার। অবশ্য রানের খাতা খোলার আগেই ওপেনার তানজিদ হাসান ফিরে গেছেন। এরপর দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়ে স্টাম্পড হয়ে ফিরেছেন আরেক ওপেনার অমিত হাসান। ২০ রানে অপরাজিত থাকেন শামিম হোসেন।

এর আগে রোববার ৬ উইকেট ৮৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড জর্জ হিল ও লুক হলম্যানের ব্যাটে এগিয়ে যায়। সপ্তম উইকেটে তারা গড়েন ৪৫ রানের জুটি। মূলত তাদের ব্যাটেই দ্বিতীয় ইনিংসে ১৫২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড যুবারা। তিন ছক্কা ও এক চারে ৩২ রান করা হিলকে এলবিডব্লু করে ইংলিশদের প্রতিরোধ ভাঙেন মিনহাজুর। মূলত ওখানেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। শেষ তিনটি উইকেটও নেন মিনহাজুর।

একই ভেন্যুতে আগামি শুক্রবার শুরু হবে দ্বিতীয় ও শেষ যুব টেস্ট।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!