• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২১, ০২:৩৭ পিএম
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ 

ছবি (প্রতীকী)

ঢাকা : ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা সব দম্পতিই করেন। তবে বিভিন্ন কারণে তা টিকিয়ে রাখা হয়তো সম্ভব হয় না। একসঙ্গে দেখা স্বপ্ন কিংবা সংসার ভেঙে যায় মুহূর্তেই। যা কারও কাম্য নয়। তবে এখনও কি অতীতের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে প্রাক্তনকে দোষারোপ করছেন? কিংবা তার উপর রেগে আছেন?

যদি এমনই হয়, তাহলে ভুল করছেন! যদি এখনও প্রাক্তনের ভুল ক্ষমা না করেন, তাহলে আজ তাকে মাফ করে দিন।

অবাক হচ্ছেন নিশ্চয়ই! কারণ আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন। প্রতিবছর ১৭ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিবসটি।

যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তারপরও দিবসটি উদযাপনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ বিষয়ে বিভিন্ন মন্তব্য পোস্ট করেন।

প্রেমের সম্পর্ক নানা কারণেই ভেঙে যেতে পারে। তবে সবার মনে কমবেশি প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান বা প্রতিহিংসা থেকেই যায়। এই অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা সহজ না হলেও তা করা জরুরি। এ কারণেই দিবসটির আবির্ভাব।

যদিও এর আগে কখনও এ দিবসের কথা শোনা যায়নি। জানা যায়, দিবসটি ইন্টারনেট থেকে সৃষ্টি। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!