• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২ বছরেই হাই-আইকিউ সোসাইটি মেনসাতে নাম লেখালেন জোসেফ


ফিচার ডেস্ক জুন ২, ২০২৫, ০৪:২১ পিএম
২ বছরেই হাই-আইকিউ সোসাইটি মেনসাতে নাম লেখালেন জোসেফ

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় এবং পুরনো হাই-আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনালে নাম লিখিয়েছেন জোসেফ হারিস-রব্রিটিল। যুক্তরাজ্যের এই এক্সট্রা অর্ডিনারি ছেলেটির বয়স কত জানেন, মোটে দুই বছর। জোসেফের ৭ মাস বয়স থেকেই কথা বলছে। দুই বছর ১৮২ দিন পর তাকে আনুষ্ঠানিকভাবে মেনসার সদস্য করা হয়েছে।

২০২১ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করা জোসেফ এখন মেনসার সবচেয়ে ক্ষুদে ছেলে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, মেনসা এমন একটি সংগঠন যেখানে সর্বোচ্চ বুদ্ধিমান হতে হবে। আর অভিজাত ক্লাবটিতে যোগদানের জন্য একজন ব্যক্তির আইকিউ কমপক্ষে ১৩২ থাকতে হবে এবং শীর্ষ ২ শতাংশের মধ্যে থাকতে হবে।

জোসেফের মা রোজ জানিয়েছেন, সাত মাসের মাথায় প্রথম কথা বলা শুরু করে জোসেফ। তার বয়স ‍যখন দেড় বছর তখন সে দশ মিনিট টানা বই পড়তে পারত। এক থেকে ১০০ পর্যন্ত শুরু থেকে শেষ এবং শেষ থেকে শুরু পর্যন্ত গুনতে পারতে। দশ পর্যন্ত পাঁচটি ভাষায় পড়তে পারত। 

জোসেফের বাবা-মা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস শিশুটির সঠিক আইকিউ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা জানিয়েছে যে জোসেফ ইসলা ম্যাকনাবকে ছাড়িয়ে গেছেন, যিনি ২০২৩ সালে ২ বছর ১৯৫ দিন বয়সে মেনসার সর্বকনিষ্ঠ মহিলা সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তবে মেনসাতে জোসেফের নাম দেখে খুশি তার মা রোজ, ‘এটি দারুণ এক সম্মাননা এবং এর কৃতিত্ব সম্পূর্ণ জোসেফের।’

ইউআর

Wordbridge School
Link copied!