রাজধানী ও আশপাশের এলাকায় আজও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে বাতাসে কিছুটা আর্দ্রতা থাকতে পারে, তবে সারাদিন আকাশ থাকবে আংশিক মেঘলা এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রায়ও তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না।
মঙ্গলবার (৪ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সার্বিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস।
সকাল ৬টার পরিমাপ অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। সোমবার (৩ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। সূর্য আজ অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল (৫ নভেম্বর) সূর্য উদিত হবে ভোর ৬টা ৭ মিনিটে।
এদিকে, সোমবার রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশেই রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এম







































