• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রথম পর্ব

নব্বই দশকের রোমান্টিক ‘রক্তিমানীল’


শব্দনীল জুলাই ৩১, ২০২১, ০৭:৩২ পিএম
নব্বই দশকের রোমান্টিক ‘রক্তিমানীল’

ছবি : প্রিসম্মিতা আচার্যের ‘রক্তিমানীল’

ঢাকা : তথ্যপ্রযুক্তির এই যুগে আপনার ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি খুব দ্রুত প্রকাশ করতে পারেন  ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এখানে আপনি নিছক আনন্দ এবং সময় কাটানোর জন্য অনুভূতি প্রকাশ করেন। মাঝে মাঝে ফেসবুকের ম্যাসেঞ্জারের স্টিকার টুল নিয়ে মেতে উঠছেন আড্ডায়। খোঁচা দিচ্ছেন বন্ধুকে, আবার অনেক প্রিয়তমার জন্য রোমান্টিক স্টিকার টুলও ব্যবহার করছেন। 

ভাবুন তো এই স্টিকার টুল থেকেই একজন খুঁজে পেলো ভালো লাগার কার্টুন বা ব্যঙ্গচিত্র। সেই কার্টুন বা ব্যঙ্গচিত্রকে নিজের মতো উপস্থাপন করা হলো জনপ্রিয় বাংলা গানের কয়েকটি লাইনের মধ্য দিয়ে। সৃষ্টি হলো নতুন এক চরিত্র- ‘রক্তিমানীল’।

একটি দু’টি নয় একশ’রও বেশি। একটু অবাক হচ্ছেন, আমিও হয়েছি। দিনের পর দিন মেধা, মনন ও শ্রম দিয়ে ‘রক্তিমানীল’ ক্যানভাসে তুলেছেন প্রিয়স্মিতা আচার্য। তিনি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। 

চলুন পরিচিত হই নব্বই দশকের রোমান্টিক ‘রক্তিমানীল’-এর সঙ্গে। কয়েকটি পর্বের আজ প্রথম পর্ব থাকলো আপনাদের জন্য-

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি



তোমারে লেগেছে এতো যে ভালো, চাঁদ বুঝি তা জানে....


তোমার বুকের মধ্যিখানে, প্রাণ যেখঝানে হৃদয় যেখানে
সেখানে আমাকে রেখো আর কোথাও যাবো না জীবনে...


আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার, আমি তোমার....

ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা...

একা একা কেন ভালো লাগে না?
কোনো কাজে মন কেনো বসে না?

বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না...

কেন দূরে থাকো শুধু আড়াল রাখো
কে তুমি, কে তুমি
আমায় ডাকো..

এবার আসুক তারে আমি মজা দেখাবো....

তুমি যে আমার , ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার....


তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম....

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করি না ভয়
তবু, প্রেম তো শেষ হবে না..

ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি রিখো...

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে.....

সোনালীনিউজ/এসএন/আইএ

Wordbridge School
Link copied!