• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অ্যালকোহল ডিটেক্টর মেশিনে চালকদের পরীক্ষা


রাজশাহী ব্যুরো নভেম্বর ২০, ২০১৯, ০১:১২ পিএম
অ্যালকোহল ডিটেক্টর মেশিনে চালকদের পরীক্ষা

রাজশাহী : ঢাকা-রাজশাহী মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বিশেষ কার্যক্রম নিয়েছে হাইওয়ে পুলিশ। সড়ক-মহাসড়কে চলাচলরত মাদকাসক্ত চালকদের শনাক্ত করতে পবা হাইওয়ে পুলিশ অভিযান শুরু করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় ওই অভিযান পরিচালনা করেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ওই অভিযানে অ্যালকোহল ডিটেক্টরে মাত্র ৪ সেকেন্ডে মাদকাসক্ত গাড়িচালকদের শনাক্তকরণ করা হয়। অ্যালকোহল ডিটেক্টরে মাদকাসক্ত চালক শনাক্তকরণ কাজকে সাধুবাদ জানিয়েছেন চালক ও যাত্রীরা।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বলেন, আমরা ১ মাস ধরে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছি। এখনো অ্যালকোহল ডিটেক্টরের ফলাফল আমরা পেয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!