• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আগস্টেই ২ আসনের নির্বাচন তফসিল ঘোষণা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২০, ০২:১৯ পিএম
আগস্টেই ২ আসনের নির্বাচন তফসিল ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: আগামী ২৩ বা ২৪ আগস্ট এ দুই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ঢাকা-১৮ এবং পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনেরও তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ ঘোষণা করা হবে। 

এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার ৪০/৫০ দিন আগেই ভোট হবে।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে কমিশন সচিব বলেন, আরও কিছু দিন সময় আছে। সেহেতু এই ব্যাপারে আমরা পরে জানাবো।

উল্লেখ্য, পাবনা-৪ আসন শূন্য হয়েছে গত ২ এপ্রিল। প্রথম ৯০ দিন শেষ হয়েছে গত ৩০ জুন। পরবর্তী ৯০ দিন শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। ঢাকা-১৮ আসনের শূন্য হয় গত ৯ জুলাই। শূন্য হওয়ার পরে ৯০ দিন পূর্ণ হবে ৬ অক্টোবর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে ২০২১ সালের ১৪ জানুয়ারি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!