• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজও সৌদি প্রবাসীদের রাস্তা অবরোধ-বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০২০, ১০:৪৯ এএম
আজও সৌদি প্রবাসীদের রাস্তা অবরোধ-বিক্ষোভ

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে সৌদি আরব প্রবাসীরা টিকিটের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে থেকে সৌদিতে যেতে না পারার শঙ্কায় হতাশ প্রবাসীরা এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তা দানা বেঁধেছে প্রবাসীদের মধ্যে। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের সৌদিয়া এয়ারলাইনসের সামনে হাজির হয়েছেন শতাধিক সৌদি প্রবাসী। টোকেন আর টিকেটের জন্য কারওয়ান বাজারের রাস্তা বন্ধ করে অবস্থান নেন তারা। 

কিছুক্ষণ পর আবার রাস্তা ছেড়ে দিয়ে সৌদিয়া এয়ারলাইনসের অফিসের সামনে আবার কিছুক্ষণ সার্ক ফোয়ারার সামনে অবস্থান নেন। এসময় টিকেটের জন্য টোকেন দেয়া নিয়ে অভিযোগ করেন সৌদি প্রবাসীরা। আজ সাউদিয়া এয়ারলাইনস ২৩শ থেকে ২৭শ সিরিয়ালের টোকেন যাদের আছে তাদের টিকেট পাবার কথা রয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!